/anm-bengali/media/post_banners/3qgHAQzBBBrBWFghd4mF.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ রাতের অন্ধকারে নৌকোয় করে শিলাবতী নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে গেল চারটি মোটর বাইক সহ নৌকার যাত্রীরা। স্থানীয় মানুষজনের তৎপরতায় দীর্ঘক্ষণের চেষ্টায় রাতে মোটরবাইক সহ যাত্রীদের উদ্ধার করা হয়।ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের কমরপুর এলাকায়।চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের কমরপুরে শিলাবতী নদীর ঘাটে নৌকোয় করে যাতায়াত করে গড়বেতা ও চন্দ্রকোনার বহু মানুষজন। আর বৃহস্পতিবার রাত্রি নাগাদ সন্ধিপুর থেকে চন্দ্রকোনা আসছিল একটি নৌকায় করে ১২ জন যাত্রী সহ চারটি মোটর বাইক।মাঝ নদীতে নৌকা আসলে টলমল করতে থাকে আর সেই সময় চারটি মোটর বাইক সমেত ৬ যাত্রী নদীর জলে পড়ে যায়। সকলের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা তাদের উদ্ধার করে। যদিও এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us