আরও কিছুটা এগল বিকাশ ভবন,কবে থেকে খুলছে স্কুল?

author-image
Harmeet
New Update
আরও কিছুটা এগল বিকাশ ভবন,কবে থেকে খুলছে স্কুল?


নিজস্ব সংবাদদাতাঃ স্কুল খুলতে আরও এক পদক্ষেপ এগোলো বিকাশ ভবন। সূত্রের খবর অনুযায়ী, স্কুলবাড়ি মেরামতির জন্য, স্কুল পিছু টাকা বরাদ্দ করে দিয়েছে বিকাশ ভবন। সার্ভের তথ্য অনুযায়ী, কোনও স্কুলে ৭০ হাজার, আবার কোনও স্কুলে ১ লক্ষ টাকারও বেশি দিচ্ছে বিকাশ ভবন। মোট ৬৪৬৮ টি স্কুল টাকা পাচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুজোর পরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্কুল খোলা নিয়ে আবারও চিন্তায় রাজ্য।