ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছেঃ প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছেঃ প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, 'করোনা কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে। দেশে ১০০ কোটি ভ্যাক্সিনেশনের গণ্ডি পার হয়েছে। এই সাফল্য গোটা দেশে, দেশবাসীকে এর জন্য ধন্যবাদ। কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে এই নতুন ভারত। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় ১০০ কোটি ভ্যাকসিনেশন হয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে। টিকা আমরা এর আগে বাইরে থেকে আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন ছিল। তবে ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নের উত্তর। আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে।'