নিজস্ব সংবাদদাতাঃ প্রচারের ঢাক-ঢোল তৈরি। আর বাকি মাত্র ৩৫ হাজার মতো ডোজ়। রাত পোহালেই তা দেওয়া হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে একশো কোটি ডোজ় প্রতিষেধক দেওয়ার ‘কৃতিত্বকে’ সামনে রেখে কোভিড মোকাবিলায় নরেন্দ্র মোদীর সাফল্য প্রচারে নেমে পড়তে তৈরি তাঁর সরকার এবং দল। প্রস্তুতি চলছে একাধিক অনুষ্ঠানেরও। বিরোধীদের অবশ্য অভিযোগ, ১০০ কোটি ডোজ় টিকাকরণ হলেও, দু’ডোজ টিকা পাওয়ার ক্ষেত্রে এখনও অনেক দেশের তুলনায় বহু পিছিয়ে ভারত।