নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডে বেশ কিছু অসামরিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭ টি। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক স্তরে লিখিত পরীক্ষা হবে। এরপর প্র্যাকটিকাল কাম ইন্টারভিউ হবে। এ বিষয়ে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশদে জানা যাবে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে আবেদন পাঠাতে হবে।