নিজের সঙ্গীর কাছে সৎ থাকুন

author-image
Harmeet
New Update
নিজের সঙ্গীর কাছে সৎ থাকুন


নিজস্ব সংবাদদাতাঃ সেক্স লাইফ নিয়ে নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অনেকে খোলা মনে কথা বলতে ইতস্তত বোধ করেন৷ উল্টো দিকের মানুষটার থেকে তিনি কী চান, তা বলতে পারেন না৷ কিন্তু এটা করবেন না৷ দীর্ঘস্থায়ী সেক্সলাইফ পেতে চাইলে পরস্পরের সঙ্গে মন খুলে কথা বলুন৷ একে অপরকে বুঝুন৷ উল্টোদিকের মানুষটা কী পেলে খুশি হবে তা জানুন৷ আপনার চাহিদাও জানান।