এইডস থেকে বাঁচতে এই ৩ টি বিষয় মাথায় রাখুন

author-image
Harmeet
New Update
এইডস থেকে বাঁচতে এই ৩ টি বিষয় মাথায় রাখুন


নিজস্ব সংবাদদাতাঃ নিরাপদ সেক্স করুন অবশ্যই। কন্ডোম ছাড়া কিছুতেই সেক্স করার কথা ভাববেন না। রোগ শরীরে বাসা বাঁধতে সময় লাগে না কিন্তু। একবার অসতর্কতাই যথেষ্ঠ। দ্বিতীয়ত একের বেশি সঙ্গীর সঙ্গে সেক্স উপভোগ করাটা এড়িয়ে চলুন। ভালোবাসার মতোই সেক্সের ক্ষেত্রেও খানিকটা দায়বদ্ধতার কথা অবশ্যই মেনে চলুন। তৃতীয়ত সেলুনে দাড়ি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন অন্যের ব্যবহার করা ব্লেড যেন আপনার গালে ব্যবহার করা না হয়।