নিজস্ব সংবাদদাতাঃ মহাভারতের আদি পর্বের ৬৩ নম্বর অধ্যায়ে অবতারণা করা হয়েছে খুল্লম-খুল্লা যৌন সম্পর্কের। এখানে বলা হয়েছে ওপেন সেক্স- এটাই ছিল রীতি। খোদ ঋষি পরাশর মাঝ যমুনা নদীতে নৌকার উপরে খোলা আকাশের নিচে সত্যবতীর সঙ্গে যৌন সঙ্গমে রত হয়েছিলেন। সত্যবতী তখন সদ্য কিশোরী। হস্তিনাপুরের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎও হয়নি। এই সম্পর্ক থেকেই জন্ম হয়েছিল মহর্ষি ব্যাসের।