শোওয়ার ভঙ্গিমা ব্যক্ত করবে শারীরিক চাহিদা

author-image
Harmeet
New Update
শোওয়ার ভঙ্গিমা ব্যক্ত করবে শারীরিক চাহিদা


নিজস্ব সংবাদদাতাঃ পিছন থেকে জড়িয়ে ধরে শোওয়া। শোওয়ার এই ধরন যেমন মিষ্টি, তেমনই রোম্যান্টিক। এ থেকে বোঝা যায় একজন অন্যজনের কতটা যত্ন নেয়। বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা বলেছেন, এই পজিশনে তারাই শোয়, যৌনতা যাদের প্যাশন। এছাড়া দু'জনের মধ্যে বিশ্বাস থাকলেও এই পজিশন নিজে থেকেই চলে আসে।