নিজস্ব সংবাদদাতাঃ যৌনতা কি শুধুই বিছানায়? ভালোবাসার কোনও নির্দিষ্ট শর্ত হতে পারে না। তাই মাঝেমধ্যে হালকা মাসাজ, আলতো ছোঁয়ায় ভরিয়ে দিন একে অপরকে। বিছানা ছাড়াও অন্য কোনও স্থানকে বেঁছে নিন যৌনতার জন্য। একই যৌন আচরণ না করে, স্বাদ বদল করুন। ফোর-প্লে বা সেক্সের অন্যান্য পদ্ধতি প্রয়োগ করুন। শরীরী ঘনিষ্ঠতার ধরনে পরিবর্তন আনুন।