করোনা, প্রাকৃতিক দুর্যোগঃ বদল এনেছে লক্ষ্মীপুজোয়

author-image
Harmeet
New Update
করোনা, প্রাকৃতিক দুর্যোগঃ বদল এনেছে লক্ষ্মীপুজোয়

দিগ্বিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ বসছেনা মেলা, প্রতিবছরের মতো আয়োজন হওয়া থিম পুজোয় রদবদল। তাই লক্ষ্মী পুজোর দিন এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল লক্ষ্মী পুজো কমিটির উদ্যোক্তারা।
দাসপুর খুকুড়দহ লক্ষ্মীবাজার পুজো কমিটির লক্ষ্মীপুজো এবছর ৬২ তম বর্ষে পড়ল।পুজো উদ্যোক্তাদের দাবি, থিম পুজার মাধ্যমে বারোয়ারি লক্ষ্মী পুজো ৬২ বছর ধরে চলে আসলেও এবছর কিছুটা বাজেটে কাটছাঁট হয়েছে। তার কারণ করোনা পরিস্থিতি ও সদ্য পরপর বন্যা কাটিয়ে উঠা এবং বর্তমানে দুর্যোগ আবহাওয়া। আগে এই লক্ষ্মী পুজো ৮ দিন ধরে চলতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু একদিকে করোনা তার উপরে প্রাকৃতিক দুর্যোগ, এতেই নাজেহাল মানুষজন। দাসপুর সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা কিছুদিন আগে বন্যায় প্লাবিত হয়েছিল। এখনো নিচু এলাকা থেকে বন্যার জল নামেনি তাই এই দুই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তারা এইবারে কাটছাঁট করেছে পুজোর আয়োজনে। করোনা বিধি নিষেধ মেনে পুজো মণ্ডপের সামনে করোনার সচেতনতা বার্তাও তুলে ধরেছে পুজো উদ্যোক্তরা। এদিন পুজো উপলক্ষে প্রায় ২০০ জন দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জেলায় সার্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন একমাত্র এই দাসপুর থানা এলাকায় হাতে গোনা কয়েকটি হয়ে থাকে, তাদের মধ্যে পুরানো এই খুকুড়দহ লক্ষ্মীবাজার সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির পুজো।