নিজস্ব সংবাদদাতাঃ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে এবার সীমান্তরক্ষী বাহিনী অথবা বিএসএফ (BSF) কে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এ নিয়ে বুধবার তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জড়ালেন আক্রমণ ও প্রতি-আক্রমণে। সেখান থেকে দুই তরফের কটাক্ষ গিয়ে ঠেকল বাংলাদেশ প্রসঙ্গে। সুকান্ত মজুমদারের তৃণমূল তথা সৌগত রায়কে কটাক্ষ করে বলেন, তৃণমূল নাকি আমাদের চেয়েও বেশি বাঙালি! তৃণমূলের উচিত ছিল বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করা। আমরা বাঙালিয়ানার টানে অত্যাচারিত বাঙালি হিন্দুর পাশে দাঁড়িয়েছি।