বন্ধ শাহরুখ- সালমানের ছবির শুটিং

author-image
Harmeet
New Update
বন্ধ শাহরুখ- সালমানের  ছবির শুটিং

নিজস্ব সংবাদদাতাঃ মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর সমস্ত ছবির কাজে সাময়িক ইতি টেনেছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালক আতলির হিন্দি ছবির শ্যুটিং বন্ধের পাশাপাশি যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির কাজেও আপাতত তালা। এ বার তার প্রভাব পড়ল সলমন খানের ‘টাইগার ৩’-তেও। ‘পাঠান’-এ সলমনকে এবং ‘টাইগার ৩’-তে শাহরুখকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। ২টি ছবিই একই প্রযোজনা সংস্থার। শাহরুখের পরিস্থিতির কারণে এক দিকে যেমন ‘পাঠান’-এর কাজ বন্ধ, তেমনই আটকে গিয়েছে সলমনের ছবিও।