চিত্রগ্রাহকদের সামনে বাবাকে জোর ধমক দিলেন জাহ্নবী কপূর

author-image
Harmeet
New Update
চিত্রগ্রাহকদের সামনে বাবাকে জোর ধমক দিলেন জাহ্নবী কপূর

প্রায়ই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী জাহ্নবী কপূর। সম্প্রতি তাঁকে পাপারাৎজিরা ফ্রেমবন্দি করলেন বাবা বনি কপূরের সঙ্গে। মুম্বই বিমানবন্দরে পোজ দিতে দেখা গেল বাবা-মেয়েকে। ক্যামেরার সামনে এসে বনি কপূর মুখের মাস্ক খুলতে যেতেই জোর ধমক খেলেন মেয়ের কাছে। জাহ্নবীর কড়া বার্তা, মাস্ক খোলা যাবে না। অন্যদিকে, সেই শুনে চিত্রগ্রাহকদের বক্তব্য, 'কিছু হবে না।'



Janhvi Kapoor (@janhvikapoorr) | Twitter

 কোভিড আবহে যে মেয়ের কড়া শাসনে রয়েছেন বাবা, তা বেশ বোঝা গেল এদিন।মাস্ক খুলতে যেতেই বকা খেলেন বাবা বনি কপূর। অন্যদিকে 'কিছু হবে না' বলে ধমক খেলেন ফটোগ্রাফাররাও। তাঁদের উদ্দেশ্যে জাহ্নবীর স্পষ্ট বক্তব্য, 'এরকম ভুল উপদেশ দেবেন না।'