/anm-bengali/media/post_banners/Vh8Y60d81qSvqZpm2CQZ.jpg)
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র আরও একবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ালো। যা বিরোধী দলগুলির কেব্দ্রের জনবিরোধী নীতির প্রচারে ইন্ধন যোগাচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম কলকাতায় প্রায় ১০০ ছুঁইছুঁই। মুম্বইতে তা ১০০ ছাড়িয়েছে। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজি ও খাদ্য দ্রব্যের দামও। কিন্তু গত ৬ মাস ধরে দাম বাড়ছে কেন? ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের সিনিয়ার আধিকারিকরা দাবি করছেন, তাঁরা কোনও সূত্রই খুঁজে পাচ্ছেন না। তারা বলছেন, “আমাদের দাম বাড়াতে বলা হয়েছে, আমরা তাই করছি। এখুনি এখুন্ দাম বাড়ানোর কোনও চাহিদা নেই। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ ও নীতি প্রস্তুতকারকরা।“
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3826 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3836
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us