ভুল জার্সিতে রোনাল্ডো

author-image
Harmeet
New Update
ভুল জার্সিতে রোনাল্ডো

​নিজস্ব সংবাদদাতাঃ জুভেন্তাসের (Juventus) সাদা-কালো জার্সি ছেড়েছেন। কিন্তু এখনও তাঁর গায়ে তুরিনের ক্লাবের জার্সি (jersey)। কিন্তু কেন? উত্তর, ভুল করে। মাদাম তুসোর (Madam Tussaude) নতুন মিউজিমায় উদ্বোধন হয়েছে দুবাইয়ে। মাত্র দু’জন খেলোয়াড় জায়গা পেয়েছেন এই মিউজিয়ামে। মেসি (Messi) ও রোনাল্ডো (Ronaldo)। মেসির গায়ে পিএসজির জার্সি থাকলেও সিআর সেভেনের গায়ে এখনও জুভেন্তাসের জার্সি। যা নিয়ে ক্রিশ্চিয়ানো ভক্তরা বেজায় চটেছেন।।২০ জন শিল্পী ছয় মাস ধরে তৈরি করেছেন রোনাল্ডোর মোমের মূর্তি। কিন্তু প্রশংসার বদলে বিতর্কে জড়িয়ে পড়তে হচ্ছে শিল্পীদের। এমন ভুল হল কী ভাবে? প্রশ্ন তুলছেন রোনাল্ডো ভক্তরা। সিআর সেভেনের স্ট্যাচু বিতর্ক যদিও এ বারই প্রথম নয়। এর আগেও একাধিকবার রোনাল্ডোর মূর্তি নিয়ে বিতর্ক হয়েছে। রোনাল্ডের নিজের শহর মেদিরার বিমানবন্দরে যে ব্রোঞ্জ মূর্তি আছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস হয়েছে। ২০১৮ বিশ্বকাপের আগে বরফের তৈরি রোনাল্ডো মূর্তি নিয়েও হয়েছে বিতর্ক। এ বার মাদাম তুসোর মোমের মূর্তিতেও ভুল জার্সি।