২৬ বছর পূর্তি DDLG এর, এখনও জনপ্রিয় শাহরুখের এই ডায়ালগগুলি

author-image
Harmeet
New Update
২৬ বছর পূর্তি DDLG এর, এখনও জনপ্রিয় শাহরুখের এই ডায়ালগগুলি

​নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৫ সালে ২০ অক্টোবর অর্থাৎ আজকের দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। দেশে বিদেশে এখন মানুষের মুখে মুখে ফেরে এই ছবির নাম। দেখতে দেখতে ২৬ বছর পার করল এই ছবি। তবুও এখনও সবার মুখে মুখে ফেরে এই ছবি ডায়ালগ। যেমন- 'বারে বারে দেশও মেঁ এইসে ছোটি ছোটি বাতে হতি রাহেতি হায়', 'ফেল হোনা অর পড়াই না করনা, ইয়ে হামারি ঘর কি পরম্পরা হ্যায়', 'কোই ভি উল্লু কা পটঠা সির্ফ এক অঙ্গুঠি পহনাকর তুমকো মুঝসে নেহি ছিন সকতা', 'যা সিরমন জি লে আপনি জিন্দেগি'' - এমনই আরও কত যে সংলাপ আছে তা বলে শেষ করা যাবে না।