নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ। অক্ষত গ্যাসের সিলিন্ডার। সকাল ১০টা নাগাদ কালিয়া নিবাস এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়। ২ জন জখম হন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।