New Update
/anm-bengali/media/post_banners/pLoYSOSRgnDmWNJTiADF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেঞ্জেমা-কে এবার ট্রায়ালের পথেই ঠেলে দিল, দল রিয়েল মাদ্রিদ। দীর্ঘ দিন ধরে ব্যাক্তিগত মুহূর্তের রেকর্ড নিয়ে তার পুরানো টিমমেট ম্যাথিউ ভালবুয়েনা-কে ব্ল্যাকমেইল করতে থাকে এবং তদন্তসূত্রে জানা যায় একটি বড় অংশের টাকাও তিনি দাবি করেন। যদিও বেঞ্জেমা ও তার উকিল পুরো বিষয়টাকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us