চিন-পাকিস্তানের উপস্থিতিতে ফের ভারতের মুখোমুখি তালিবান

author-image
Harmeet
New Update
চিন-পাকিস্তানের উপস্থিতিতে ফের ভারতের মুখোমুখি তালিবান

​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ফের তালিবানের মুখোমুখি হবে ভারত। গত আগস্ট মাসে তালিবান আফগানিস্থানে (Afghanistan) নতুন করে দখল নেওয়ার পর দোহায় প্রথমবার তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারত (India)। এবার ফের এক টেবিলে হবে বৈঠক। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় (Moscow) হবে সেই বৈঠক। এ দিন একদিকে যেমন তালিবানের (Taliban) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, অন্যদিকে ১০ টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বৈঠকে। মূলত আফগানিস্তানের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভারত ছাড়া অন্যান্য যে সব দেশের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন, তার মধ্যে রয়েছে আমেরিকা, চিন, পাকিস্তান, ইরান। মূলত তালিবান শাসিত আফগানিস্থানে মানবাধিকারের সঙ্কট যাতে তৈরি না হয়, সেই বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রক।