উপত্যকায় বড়সড় অভিযান চালাল এনআইএ

author-image
Harmeet
New Update
উপত্যকায় বড়সড় অভিযান চালাল এনআইএ


নিজস্ব সংবাদদাতাঃ
উপত্যকায় বড়সড় অভিযান চালাল এনআইএ। সন্ত্রাসে মদত ও জঙ্গিদের টাকা দেওয়ার সন্দেহে উপত্যকার বহু এলাকায় তল্লাশি চালাল এনআইএ। জানা গিয়েছে, শ্রীনগর, বারামুলা, পুলওয়ামা, অবন্তীপোরা, সোপোর এবং কুলগামে তল্লাশি চালাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা।