​নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগেই উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস করেছিল আবহাওয়া দফতর। আজ, উত্তরের এই রাজ্যে দুর্যোগের মাত্রা বৃদ্ধি পেল। নৈনিতাল জেলার রামগড় গ্রামে মেঘ ভেঙে হওয়া বৃষ্টির প্রকোপে দুর্যোগের ভয়াবহতা বিশালভাবে বৃদ্ধি পেয়েছে। ধ্বংসাবশেষের নীচে অনেকেই আটকে আছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। শুরু হয়েছে উদ্ধারকার্য।