বাড়ির উপর ভেঙে পড়ল বিশালাকার গাছ

author-image
Harmeet
New Update
বাড়ির উপর ভেঙে পড়ল বিশালাকার গাছ

হরি ঘোষ, অন্ডাল : মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ অন্ডাল থানা এলাকার সিদুলি মাঝি পাড়ায় একটা বাড়ির উপর ভেঙে পড়ে যায় বিশালাকার গাছ।  এই ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় লোক জড়ো হয়ে যায়।  বাড়ির সদস্য মমতা সোরেন জানান, সকালে সকাল সাড়ে ৮ টা নাগাদ তিনি রান্নাঘরে খাবার রান্না করছিলেন, এই সময় বাড়িতে প্রচণ্ড শব্দ উঠল।  এই লোকেরা কিছু বুঝতে পারার আগে, অর্ধেকেরও বেশি ঘর ক্ষতিগ্রস্থ হয় এবং ভেঙে পড়ে ।  ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ছুটে বেরিয়ে আসেন। যেখানে তারা দেখতে পেল যে বাড়ির কাছে অবস্থিত একটি বিশাল অশ্বস্থ গাছ তাদের বাড়িতে ভেঙে পড়ে আছে।

 





আরও খবরঃ


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm