মেয়েরা ছেলেদের কাছে যে-ধরনের আদর আশা করে

author-image
Harmeet
New Update
মেয়েরা ছেলেদের কাছে যে-ধরনের আদর আশা করে

নিজস্ব সংবাদদাতাঃ  কিছু বিষয় আছে যেগুলো রাফ সেক্সের অন্তর্ভুক্ত। যা সুন্দরী নারীরা রতিসুখের ক্ষেত্রে খুবই পছন্দ করেন। রাফ সেক্সের এমনই কিছু টিপস রইল এই প্রতিবেদনে। স্বামী-স্ত্রী একজন আরেকজনের কাছে আরো ঘনিষ্ট হন সহবাসের মাধ্যমে। কিছু কিছু বিষয় রয়েছে যেসব বিষয় সুন্দরী স্ত্রীরা একটু বেশিই পছন্দ করে থাকেন। সুন্দরী মেয়েদের প্রথম পছন্দ অমার্জিত যৌন আচরণ। যা ‘রাফ সেক্স’ নামে পরিচিত। একটু উন্মাদনা, নতুন ধরনের কিছু করা, তীব্র উত্তেজনা ও প্রবল যৌন ক্রিয়া, এটাই হচ্ছে রাফ সেক্সের মূল কথা।

১. যৌন যন্ত্রণা নারীর রতিসুখের সময় প্রচণ্ড উন্মাদনার সঞ্চার করে। কিন্তু সে কথা মাথায় রাখতে গিয়ে অতিরিক্ত যন্ত্রণা দিয়ে বসবেন না কখনও। এতে যৌন উত্তেজনা নষ্ট হয়ে যাবে। রাফ সেক্সের ক্ষেত্রে ধীরে ধীরে বাড়াতে হয় আদরের তীব্রতা। যৌনক্রিয়ায় মজে ওঠার সময় নারীর নিতম্বে হালকা চড় মারাটা মিলনের সময় পরিণত হতে পারে জোরে চড় মারায়। বিষয়টি অনেক মহিলা ভীষণ ভালবাসেন।

২. যৌন আচরণে পুরুষের আগ্রাসী মনোভাব এবং আচরণ নারীর মন জয় করতে সক্ষম। আচমকা, একপ্রকার জোর করে দীর্ঘস্থায়ী চুম্বন কিংবা হঠাত্‍ জোর করে কাছের রমণীকে নিয়ে যৌনক্রিয়ায় মেতে ওঠেন যে পুরুষরা, তাঁরা সুন্দরী মহিলাদের মন জয় করেন অজান্তেই। অনেক নারীই মুখে এর কপট প্রতিবাদ করলেও ব্যাপারটি উপভোগ করেন।

৩. লাভ বাইট বা কামড়ে দাগ ফেলে দেওয়ার ব্যাপারটিও রাফ সেক্সে অপরিহার্য। স্পর্শকাতর স্থানগুলিতে হালকা চুম্বন দিয়ে শুরু করুন। আস্তে আস্তে বাড়ান আদরের তীব্রতা। কানের লতি, ঘাড়, স্তন এসব স্থানে পরিমিত কামড় নারীরা উপভোগ করেন।

৪. তার ২টি হাত নিজে ধরে রাখুন, তার পর ইচ্ছেমতো আদর করুন। যৌন মিলনের সময়েও এমন করতে পারেন। এটাও নারীরা উপভোগ করেন। সঙ্গে হালকা করে চুল টেনে দেওয়া এবং তাকে আপনি প্রবলভাবে কামনা করছেন সেটি বুঝিয়ে দেওয়াও দারুণ উপভোগ করেন মহিলারা।

৫. রাফ সেক্সকে আনন্দময় করে তুলতে নানা রকম উপাদানেরও ব্যবহার করা যেতে পারে। যেমন নিজেদের ফ্যান্টাসি অনুযায়ী কস্টিউম পরা, পোল ডান্স কিংবা স্ট্রিপ করা ইত্যাদির মধ্যে দিয়েও যৌনস্বাদ পান পুরুষ ও নারীরা।

৬. রাফ সেক্সে নারীরা নিয়ন্ত্রিত হতে চান। বিভিন্ন ইশারায় তাঁরা সেটা বোঝতে চেষ্টা করেন। পুরুষের কাজ হল সেটি বুঝে নিয়ে যৌন ক্রিয়াকে আনন্দময় করে তোলা। ডার্টি টক বা অশ্লীল ভাষায় যৌন মিলনের আনন্দ প্রকাশ করাটাও রাফ সেক্সের অন্যতম উপভোগ্য অংশ।

৭. একটা বিষয় মনে রাখবেন, রাফ সেক্স মানে যন্ত্রণা দেওয়া নয়। সহ্য করা যায় না- এমন যন্ত্রণা কিন্তু কখনও রতিসুখ দিতে পারে না। সেই হিসাবেই ধাপে ধাপে এগোন। একবারে খুব বেশি আগ্রাসী হয়ে যাবেন না।