সেক্সের সময় কোন কোন শব্দ উদ্দাম করে তোলে?

author-image
Harmeet
New Update
সেক্সের সময় কোন কোন শব্দ উদ্দাম করে তোলে?

নিজস্ব সংবাদদাতাঃ  সঙ্গমের সময়ে ঠিক কোন কোন শব্দ শুনতে ভালোবাসেন পুরুষ ও নারীরা।  ৯০ শতাংশ পুরুষ জানিয়েছেন, তাঁদের মহিলা পার্টনারের থেকে গোঙানির শব্দ সঙ্গমের সময় আরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে তোলে। অপরদিকে, ৭৭.৬ শতাংশ মহিলাও এই দাবিতে মান্যতা দিয়েছেন। তাঁরাও জানিয়েছেন, সেক্সের সময়ে পুরুষ সঙ্গীর গোঙানির শব্দ উত্তেজনা আরও বাড়ায়।   ৭৬.৮ শতাংশ পুরুষ এবং ৭৩.৫ শতাংশ মহিলা আবার দাবি করেছেন, সেক্সের সময়ে যৌনতা মূলক দুষ্টু শব্দ তাঁদের উত্তেজনা বিপুল বাড়িয়ে তোলে। শুধু শব্দ করাই নয়, জোরে জোরে নিঃশ্বাস নেওয়াতেও যৌন উত্তেজনা বাড়ায়। তবে ভুলেও সেক্সের সময়ে পার্টনারের নাম ভুল বলবেন না। এতে যৌন মিলন তো বটেই, খুব বাজে প্রভাব পড়তে পারে সম্পর্কের উপরেও।