যৌন সম্পর্কে তৃপ্তি থাকলে বোঝার উপায় কী কী?

author-image
Harmeet
New Update
যৌন সম্পর্কে তৃপ্তি থাকলে বোঝার উপায় কী কী?

নিজস্ব সংবাদদাতাঃ  যৌনতার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের আছে। প্রত্যেকেই চায় যেন তাঁদের যৌন জীবন মধুর হয়। শারীরিক সম্পর্ক যতটা ভালো হয় দাম্পত্য জীবন ততটা সুখের হয়। অনেকের সম্পর্ক খারাপের জন্য দায়ী হয় অতৃপ্ত যৌনতা। তাহলে কী ভাবে বোঝা যাবে যে শারীরিক সম্পর্ক সুখের হয়েছে? রইল টিপস…

যৌন সম্পর্কে তৃপ্তি থাকলে রোমান্স যে শুধু বেডরুমে আবদ্ধ থাকবে তা নয়। দৈনন্দিন বিভিন্ন কাজের মধ্যে তা প্রকাশ পাবে। রোজ সহবাস বা সঙ্গম নাও হতে পারে দাম্পত্য জীবনে তবে দুজনের মধ্যে চুমু বা জড়িয়ে ধরা বা প্রশংসা করা এসব চলতেই থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন কাজের ফাঁকে দুজনে আলতো করে চুমু খাওয়া যেতে পারে। 

অনেকেই আছেন যাঁরা নিজেদের যৌন জীবন অন্য কারোর যৌন জীবনের সঙ্গে তুলনা করেন। এমনকী পর্ন দেখেও তার সঙ্গে নিজেদের যৌন জীবনের তুলনা করেন। কিন্তু সঙ্গম করে যাঁরা খুশি থাকবেন তাঁরা কখনই নিজেদের সেক্স লাইফ অন্য কিছুর সঙ্গে তুলনা করবেন না।