দিগবিজয় মাহালি,কেশপুরঃ মঙ্গলবার বিশ্ব নবী দিবস। আর এই বিশ্ব নবী দিবস উপলক্ষে কেশপুর বাজার এলাকায় সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি রক্ষার্থে এক শোভাযাত্রার আয়োজন করে। এই শোভাযাত্রায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। এইদিন উপস্থিত ছিলেন করিশুন্ডা দরবার শরীফের পীর সাহেব ও ধর্মগুরু রাহুল হুদা সহ বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ।