New Update
/anm-bengali/media/post_banners/7WhRoTpDHLBfHoA0iFvx.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় ইয়াসের দগদগে ছবি এখনও ফুটে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর ও তাজপুরে। এমনই পরিস্থিতি এখনও শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তা নেই। চারিদিকে শুধু পাথর আর পাথর। ধংস স্তুপ। পর্যটকের দেখা নেই এই এলাকা গুলিতে। বেশ কয়েক কিলোমিটার সমুদ্র বাঁধ ভেঙে গিয়েছে। পার্শ্ববর্তী এলাকার মানুষজন সর্বহারা হয়ে এখনও স্কুলে বসবাস করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us