নিজের জীবনের রহস্য শেয়ার করলেন পরিণীতি

author-image
Harmeet
New Update
নিজের জীবনের রহস্য শেয়ার করলেন পরিণীতি

নিজস্ব  সংবাদদাতাঃ  নেপালের পাহাড়ে ‘উঞ্চাই’ ছবির শুটিং করছেন পরিণীতি চোপড়া। সেখানেই এখন তাঁর ঠাঁই। সকাল সকাল পাহাড়ের কোলে বসে চোখ বন্ধ করে মেডিটেট করলেন অভিনেত্রী। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “প্রত্যেকদিন মনোসংযোগ করাই আমার জীবনের আসল রহস্য।” নেপালে পরিণীতি একা ছিলেন না। ছিলেন ‘উঞ্চাই’ ছবির গোটা কাস্ট। যেমন অমিতাভ বচ্চন, ছবির নির্মাতা সুরাজ বার্জাতিয়াও। এক সপ্তাহ আগেই ছবি পোস্ট করেছেন পরিণীতি। ক্যাপশনে লিখেছিলেন লম্বা নোট।