দেবাশিস বিশ্বাস,কোচবিহারঃ মঙ্গলবার কোচবিহার নাটাবারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দিনহাটা উপনির্বাচনের প্রধান প্রচারক বিজেপির মিহির গোস্বামী সাংবাদিক বৈঠকে বসেন। তিনি অভিযোগ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বিজেপির প্রচারে বাধা দিচ্ছে। সোমবার প্রচারে বাধার সম্মুখীন হন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। মঙ্গলবার পুনরায় নয়ার হাট এলাকায় বাধার সম্মুখীন হন তিনি। এই সম্পূর্ণ বিষয়কে কটাক্ষ করে মিহির গোস্বামী বলেন, উদয়ন গুহ বুঝে গেছে বিজেপি প্রচার করলে তাঁর পায়ের তলার মাটি থাকবে না। তাই নানা অছিলায় প্রচার প্রতিহত করার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। সেইসঙ্গে মিহির গোস্বামী দাবি করে বলেন, দিনহাটার মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিজেপির জয় কেউ আটকাতে পারবেনা। গ্রামে গ্রামে সন্ত্রাস এবং হুমকি ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল। গ্রামের মানুষকে ও বিজেপির কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে। যাতে কোনও মতেই তাঁরা ভোট দিতে না পারেন। একই সাথে তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এলাকা শান্ত করার ব্যবস্থা করা হোক। সাধারণ মানুষকে ভোটদানে আরও সচেতন করার আবেদন জানিয়েছেন তিনি।