নিজস্ব সংবাদদাতাঃ তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজি। অথচ সেই ডিজিকেও প্রতারণার ফাঁদে পড়তে হল। রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজির ফেসবুক প্রোফাইল ক্লোন করে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মথুরা থেকে এক যুবককে গ্রেফতার করল সিআইডি সাইবার শাখা। ধৃত যুবকের নাম তৌফিক। রাজস্থানের কুখ্যাত ভরতপুর গ্যাং-এর সদস্য তিনি। ধৃত যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে গ্রেফতার করা হয় ওই যুবককে। ট্রানজিট রিমান্ডে ধৃতকে কলকাতায় এনে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে।