ঢালাই রাস্তাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author-image
Harmeet
New Update
ঢালাই রাস্তাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব


হরি ঘোষ,আসানসোলঃ কাঁকসার মলানদীঘির আকন্দারা গ্রামে নিম্ন মানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা করার অভিযোগ তৃণমূল পরিচালিত মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বাঁশ দিয়ে ঢালাই করার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ মলানদীঘি ধবনীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলো শাসকদলেরই একাংশ। গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। অভিযোগ গত ১মাস আগে কয়েক লক্ষ টাকা ব্যয় করে গ্রামের রাস্তা করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি, পুরোটাই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় শাসক দলের একাংশ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী। মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী পাল্টা অভিযোগ করেন দলে থেকে দলের বদনাম করতে চাইছে কিছু মানুষ। পাশাপাশি লিখিত অভিযোগ করলে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি।