​দেবাশিস বিশ্বাস,দিনহাটাঃ দিনহাটা শহরের ৭ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার করলেন দিনহাটা পৌরসভার প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী। মঙ্গলবার সকাল থেকে দিনহাটা শহরের সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের নির্বাচনী প্রচার করেন তিনি। এদিন সেখানে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার উপ- পৌর প্রশাসক শুভময় চক্রবর্তী, সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা পরেশ চন্দ্র রায় সহ আরো অনেকেই। ওই এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগের পাশাপাশি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান তাঁরা। গত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করছেন দিনহাটা পৌরসভার প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী। দিনহাটা পৌরসভা এলাকার প্রত্যেকটি ওয়ার্ড-এ চলছে জোড় কদমে নির্বাচনী প্রচার। বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল এই পৌর এলাকাতেই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটে। এবার যাতে সেই পৌর এলাকায় তৃণমূল কংগ্রেস জিততে পারে সেই লক্ষ্যে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে নেতৃত্বরা।