দেবাশিস বিশ্বাস,কোচবিহারঃ দু’বছরের ভালবাসা ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসলো বয়স ২১এর যুবক। পরবর্তীতে পরিবারের লোকজন-এর অভিযোগের ভিত্তিতে, যুবককে থানায় নিয়ে যেতে রীতিমতো হিমসিম খেতে হলো পুলিশকে। জমায়েত হটাতে করা হয় লাঠিচার্জও। সোমবার রাত এগারোটা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার পোস্ট অফিস পাড়া এলাকার এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে ভালবাসায় জড়িয়ে পড়েছিলেন বক্সিরহাট পোস্ট অফিস পাড়া এলাকার একটি যুবতী, এবং বক্সিরহাট থানার অন্তর্গত নাগরখানা এলাকার এক যুবক। পরিবারের চাপে পড়ে মেয়ে ভালবাসা অস্বীকার করায় সোমবার রাত আটটা নাগাদ বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবক। দীর্ঘক্ষণ ধরে ধর্নায় বসায়, এলাকায় চিৎকার-চেঁচামেচি করতে থাকে ওই যুবকের পরিচিতরা। চিৎকার-চেঁচামেচিতে সমস্যায় পড়েন ওই এলাকার বয়স্করা। পরে পুলিশ এর উপস্থিতিতে দীর্ঘক্ষণ, দুই পরিবারের মধ্যে আলাপ-আলোচনার পরেও জটিলতা না কাটায়, স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ধর্নায় বসা যুবককে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ওই যুবকের পরিচিতরা, বাধা দেওয়া হয় পুলিশের কাজে । যুবক দের চিৎকার-চেঁচামেচিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী এসে জমায়েত হটাতে ব্যাপক লাঠিচার্জ করে বলেও জানাযায়।