অশোক মন্ডলের প্রচার ঘিরে আবারও উত্তেজনা দিনহাটায়

author-image
Harmeet
New Update
অশোক মন্ডলের প্রচার ঘিরে আবারও উত্তেজনা দিনহাটায়


দেবাশিস বিশ্বাস,দিনহাটাঃ সোমবারের পর ফের মঙ্গলবার প্রচারে বাধা পেলেন দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডল। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন বিজেপি প্রার্থী। সেই সময়ই তাকে ঘিরে গো ব্যাক স্লোগানের পাশাপাশি জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাঁর অভিযোগ, এদিন নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রচারে বাধা প্রদান করে। তৃণমূল কংগ্রেস দলের কোনও শিষ্টাচার নেই এমনটাই অভিযোগ করেন দলীয় প্রার্থী। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, গত ছয় মাস ধরে এলাকা বিধায়ক হীন অবস্থায় রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তিনি আরও জানান, বিজেপি প্রার্থী অশোক মন্ডল এই এলাকায় এসে উস্কানিমূলক মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন।