/anm-bengali/media/post_banners/TBrONIe0Tr2GrCLtSREv.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬ নং ক্ষিরাই অঞ্চলের কাঁটাপুকুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ও বেশ কিছু বাথরুমের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো গোপাল দাস নামের এক যুবকের বিরুদ্ধে । এলাকার গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। মূলত ২০১৮ সাল থেকে অঞ্চলের সমস্ত টেণ্ডারের কন্ট্র্যাক্ট পান গোপাল দাস। সেই মতো অঞ্চল থেকে ৫৫টি বাথরুম ও ৪ টি প্রধানমন্ত্রী আবাস যোজানার বাড়ি বানানোর কন্ট্রাক্ট পান গোপাল। সমস্ত কাজ অসম্পূর্ণ রেখে সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছে বলে দাবি এলাকাবাসীর। এলাকার মানুষ জনের অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
​
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3826 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3836
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us