বাংলাদেশের ঘটনায় মর্মাহত প্রাক্তন অধিনায়ক

author-image
Harmeet
New Update
বাংলাদেশের ঘটনায় মর্মাহত প্রাক্তন অধিনায়ক

নিজস্ব সংবাদদাতাঃ  বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পর্বের প্ৰথম ম্যাচেই স্কটল্যান্ডের হেরেছে বাংলাদেশ মাত্র ৬ রানে পরাজিত হয়েছে মাশরফি মোর্তাজার দেশ। সে নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে কাটাছেঁড়া চলছে। দেশের এমন হারে স্বভাবতই মন খারাপ প্রাক্তন অধিনায়ক মোর্তাজারও। কিন্তু আরও এক ঘটনায় তাঁর হৃদয় ভেঙে খানখান হয়েছে। সেটা হল গত কয়েকদিন ধরে তাঁর দেশে সাম্প্রদায়িক হাঙ্গামার ঘটনাপ্রবাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে তা উল্লেখ করলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার।

দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের হামলায় সরগরম দেশ। সেই আঁচ ছড়িয়েছে বিশ্বে। সর্বত্র নিন্দা চলছে। কুমিল্লায় দুর্গাপুজোয় দুষ্কৃতীদের হামলার পর একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এবার তা নিয়ে প্রতিবাদে মুখর হলেন মাশরাফি মোর্তাজা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লেখেন, "কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন,কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ।