এই ৫ টিপস মেনে চললে শীতকালে সেক্স হবে দারুণ উপভোগ্য

author-image
Harmeet
New Update
এই ৫ টিপস মেনে চললে শীতকালে সেক্স হবে দারুণ উপভোগ্য

নিজস্ব সংবাদদাতাঃ  শীতকালে সেক্সের কথা অনেকে ভাবতেই পারেনা না৷ এই সময় জুবুথুবু হয়ে কম্বলে ঘুমিয়ে থাকতেই ভালবাসেন তারা৷ তবে যদি উপভোগ করতে জানেন তাহলে শীতকালই সেক্সের জন্য় আদর্শ সময়৷ জেনে নিন কীভাবে এই সময় আরামদায়ক করে তুলতে পারেন সেক্স৷

১) শীতকালে শরীর সহজে গরম হতে চায় না৷ তাই অর্গাজমও জোরালো হয় না৷ পায়ে মোজা পরে সেক্স করুন৷ এতে শরীর গরম হবে, অর্গাজমও জোরালো হবে৷

২) শরীর গরম রাখতে ও সেক্স উপভোগ করতে শুতে যাওযার আগে খান গরম কালো বা সবুজ চা৷ এতে শরীর গরম থাকবে, সেক্স উপভোগ করবেন৷

৩) শীতকালে হট অয়েল মাসাজের থেকে ভাল কিছু হয় না৷ পায়ের পাতা, পীঠ অলেয় মাসাজ করে ফোর প্লে করুন৷ দারুণ জমবে সেক্স৷

৪) অয়েল মাসাজের মতোই ভাল এই সময় হট শাওয়ার৷ দুজনে এক সঙ্গে বাথটবের ইষদোষ্ণ জলে গা ডুবিয়ে বসে থাকা বা গরম শাওয়ারের তলায় একসঙ্গে স্নান৷ মিলন যেমন তৃপ্ত হবে, সম্পর্কের উষ্ণতাও বাড়বে৷

৫) যদি আপনার একটু বেশিই শীত করে তাহলে আপনার জন্য় আদর্শ কাডলিং৷ কম্বলের মধ্য়ে একসঙ্গে কাডলিং, গরম শরীরে সেক্স, জড়িয়ে ধরে ঘুম৷ এর থেকে বাল কিছু হতে পারে না৷