/anm-bengali/media/post_banners/es5fjB6DCY15lqO72Lv9.jpg)
রাহুল পাশোয়ান, আসানসোলঃ নির্দিষ্ট কর্মসূচী পর্যন্ত মিছিল না যাওয়ায় কর্মীদের একে অন্যের প্রতি ক্ষোভ এবং শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি কর্মীরা। আসানসোলের গির্জা মোড়ের ঘটনা। আজ বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোলে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে। বৃষ্টির জন্য কর্মীদের সংখ্যা কম ছিল। এবং মিছিলটি গির্জা মোড় থেকে শুরু হয়ে আসানসোল পৌর নিগম পর্যন্ত যাওয়ার কথা থাকলেও আসানসোলের হটন রোড মোড়ে এসে বৃষ্টির জন্য মিছিলটিকে বন্ধ করে দেওয়া হয়। আর তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপির একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে। কেনো মিছিলটিকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে প্রথমে বচসা এবং তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে সাংবাদিকদেরও কাজে বাধা দেওয়া হয়। মহিলা বিজেপি কর্মীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজেপির জেলার কনভেনার শিবরাম বর্মন জানিয়েছেন ব্যক্তিগত সমস্যার কারনে কিছু কর্মীর মধ্যে ঝামেলা হাতাহাতি হয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us