বাংলাদেশের হিংসার আঁচ লন্ডনেও, বিক্ষোভে বসছেন পুষ্পিতা গুপ্ত

author-image
Harmeet
New Update
বাংলাদেশের হিংসার আঁচ লন্ডনেও, বিক্ষোভে বসছেন পুষ্পিতা গুপ্ত


নিজস্ব সংবাদদাতাঃ লন্ডনের রেডব্রিজের লেবার পার্টির কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত তার সমর্থকদের নিয়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার জন্য বাংলাদেশ হাইকমিশনের সামনে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে বসবেন। লন্ডন থেকে ফোনে এএনএম (ANM) নিউজের সাথে কথা বলতে গিয়ে পুষ্পিতা গুপ্ত বলেন, তিনি এবং তাঁর সমর্থকরা সকাল 6 টার মধ্যে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে সামনে বিক্ষোভে বসবেন। তিনি বলেন, আমরা দুর্গাপূজা উৎসবের সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সহিংসতা, মৃত্যু ও নির্যাতনের জন্য হাইকমিশনারের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি করছেন পুষ্পিতা। তিনি বলেন, "আমরা সকাল থেকে বিক্ষোভ শুরু করব এবং যতদিন হাই কমিশনার আমাদের স্মারকলিপি গ্রহণ করবেন না এবং আমাদের দাবি মেনে নেবেন না ততক্ষণ আমরা সেখানেই বসে থাকব।"