বাংলাদেশের ঘটনার আঁচ দুর্গাপুরে, প্রতিবাদ মিছিল বিজেপির

author-image
Harmeet
New Update
বাংলাদেশের ঘটনার আঁচ দুর্গাপুরে, প্রতিবাদ মিছিল বিজেপির


হরি ঘোষ,দুর্গাপুর : বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর সহ হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন দুর্গাপুরের বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে তারই প্রতিবাদে রাজ্য বিজেপির তরফ থেকে গতকাল ও আজ সারা রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এখন ও এই রাজ্যের বুদ্ধিজীবীরা কেন পথে নামেনি এই প্রশ্নই তোলেন বিধায়ক।