হরি ঘোষ,পাণ্ডবেশ্বর : সাতসকালে ধসের কারণে ফের আতঙ্ক ছড়ায় এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম ফুটবল মাঠ চত্বরে। দুর্ঘটনা এড়াতে ধসের জায়গাটির চারপাশে ফেন্সিং দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নবগ্রাম ফুটবল খেলার মাঠে ধসের ঘটনা ঘটে। মাটি বসে যায় মাঠের বেশ কিছুটা অংশের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় আতঙ্ক। ঘটনাস্থলে আসেন ইসিএল সংস্থার বাকোলা কলিয়ারির আধিকারিক ও পাণ্ডবেশ্বর থানার ওসি রবিন্দ্রনাথ দলুই। দুর্ঘটনা এড়াতে ধসের জায়গাটিতে মাটি ভরাট করে চারপাশে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা কাঞ্চন মুখোপাধ্যায়, চিরন্তন চট্টোপাধ্যায়-রা জানান, দুর্গাপুজোর কয়েকদিন আগে নবগ্রাম মাঠ সংলগ্ন পঙ্খা ধাওড়া যাওয়ার রাস্তাটি ধসের কারণে বসে যায়। মাটির তলা থেকে অবৈজ্ঞানিক ভাবে কয়লা কাটার ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি কাঞ্চন বাবু-র। নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌমন্ডল জানান, খনি সম্প্রসারনের কাজের জন্য নবগ্রাম এলাকাটি বহুদিন আগে চিহ্নিত করেছে ইসিএল সংস্থা। মাটির তলা থেকে কয়লা কাটার কাজ চলছে। তবে গ্রামের বাসিন্দাদের এখনো পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি সংস্থা। অবিলম্বে পুনর্বাসন এর কাজ শুরু করার দাবি জানান নবগ্রাম পঞ্চায়েত প্রধান সতন বাবু।