নিম্নচাপে ভাসছে আনন্দনগরের বিস্তীর্ণ এলাকা

author-image
Harmeet
New Update
নিম্নচাপে ভাসছে আনন্দনগরের বিস্তীর্ণ এলাকা


দিগবিজয় মাহালি,আনন্দনগরঃ নিম্নচাপের জেরে পূর্ত দফতরের জলেই ভাসছে আনন্দনগরের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ পূর্ত দফতর-এর ভিতর দেওয়াল লাগোয়া একটি নালি থেকে ক্রমশ জল বেরিয়ে এসে নাকাল হতে হচ্ছে আনন্দনগরের স্থানীয় বাসিন্দাদের। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা স্থানীয়দের । হাঁটু ভর্তি জল পেরিয়ে আসতে হচ্ছে ভ্যাকসিন নিতে। দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। তাই লোকের উঠানের মধ্যেই ঠাঁই নিতে হচ্ছে ভ্যাকসিন নিতে আসা লোকেদের । স্বাস্থ্য দফতরের সামনেও হাঁটু ভর্তি জল। এই যন্ত্রণা কবে মিটবে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।