নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এর পর এবার টি-২০ বিশ্বকাপের পালা। আজ থেকেই বিশ্বকাপের মুডে ঢুকে পড়ছে টিম ইন্ডিয়া। আজ প্রস্ততি ম্যাচে বিরাটদের সামনে ইওন মর্গ্যানের ইংল্যান্ড। আইপিএল খেলে সব ক্রিকেটারই টাচে আছেন। দুটি প্রস্ততি ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী কয়েকটি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। প্রথমত ওপেনার কারা? রোহিত শর্মা একটা দিকে নিশ্চিত। ক্রিকেট মহলের মতে রোহিত সঙ্গী কেএল রাহুল। তবে বিরাট-রবি ঈষান কিষাণকে দিয়ে অন্য পরিকল্পনাও করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুল আসবেন মিডল অর্ডারে, এমনই খবর পাওয়া যাচ্ছে।