টলিউডের নায়িকাদের সিঁদুর খেলা নিয়ে তৈরি হল বিতর্ক

author-image
Harmeet
New Update
টলিউডের নায়িকাদের সিঁদুর খেলা নিয়ে তৈরি হল বিতর্ক


নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ ‘রাজডাঙ্গা নবউদয় সংঘ-এর তরফে এবার সিঁদুর খেলায় আমন্ত্রণ জানানো হয়েছিল টলিউডের নায়িকাদের। আর সেখানেই এল বিতর্ক। হিন্দুশাস্ত্র মতে, শুধুমাত্র বিবাহিত নারীরাই মা-কে বরণ করতে পারে বলে দাবি উঠেছে নেটপাড়ায়। সঙ্গে প্রশ্ন উঠছে রাইমা সেন, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকারের মতো অবিবাহিত নায়িকাদের সিঁথিতে কেন সিঁদুর! সিঁদুর খেলার বেশ কিছু ছবি তনুশ্রী শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেসব ছবির কমেন্ট বক্সেই ক্ষোভ উগড়ে দিয়েছে নেটপাড়া।