মন্দিরে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

author-image
Harmeet
New Update
মন্দিরে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে দুর্গা পূজা চলাকালীন মন্দিরে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁর দাবি, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তা নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, মন্দিরে হামলার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং কারও ইন্ধন রয়েছে এই ঘটনার পিছনে। সব তথ্য পেলেই আসল কারণ সামনে আনা হবে বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে বা যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বাংলাদেশ সরকার।