বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, বিস্ফোরক নীনা

author-image
Harmeet
New Update
বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, বিস্ফোরক নীনা


নিজস্ব সংবাদদাতাঃ ছোটবেলা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। এক বার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে অভিনেত্রী নীনা গুপ্তকে। চিকিৎসক থেকে দর্জি, নীনার শৈশব কলুষিত হয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষের লোলুপ দৃষ্টিতে। আত্মজীবনীতে বিস্ফোরক তিনি। নীনা লিখেছেন, এই সব নির্যাতনের কথা অন্য কাউকে তো দূর অস্ত নিজের মা’কেও মুখ ফুটে বলতে পারেননি তিনি।