নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাত ৮টা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর মঠের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। প্রবীণ এই সন্ন্যাসীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।