​নিজস্ব সংবাদদাতাঃ ৩-২ গোলে নিউক্যাসলের কাছে জয় পেল টোটেনহ্যাম। এদিনের ম্যাচে টোটেনহ্যামের হয়ে গোল করেন নডোমবেলে, এইচ.কানে ও এইচ. সন। অন্যদিকে, নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন উইলসন ও ডিয়ার। যদিও ৮৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন নিউক্যাসেলের শেলভি।