ফের বাইক চুরি চক্রের হদিশ

author-image
Harmeet
New Update
ফের বাইক চুরি চক্রের হদিশ

নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ ফের বাইক চুরি চক্রের হদিশ মিলল সবংয়ে। দুদিন আগেই সবং এবং ডেবরায় বেশ কয়েকজন বাইক চোরকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। উদ্ধার হয় একাধিক বাইক। ফের আবার সবং থেকে দুজনকে গ্রেফতার করলো ডেবরা থানার পুলিশ। ধৃতদের নাম সেখ আবু বক্কর ও সেখ আলতাফ। এদের বাড়ি সবং থানার বড়সাহারা এলাকায়। এদের কাছ থেকে দুটি বাইকও উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ মেদিনীপুর আদালতে তোলা হবে। আর এই নিয়ে প্রায় ৭ টি বাইক উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ।